Site icon Health Gurukul [ স্বাস্থ্য গুরুকুল ] GOLN

আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলি

আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলি

আজকে আমরা আলোচনা করবো আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলি – যা চলো নিজেকে আবিষ্কার করি এর অন্তর্ভুক্ত |

আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলি

 

নিচে ছকে মানুষের কিছু গুণ ও বৈশিষ্ট্যের তালিকা দেওয়া আছে। আর তার নিচে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, যেখানে দুই রঙের পাতা আছে— সবুজ ও হলুদ পাতা । তালিকায় দেওয়া যেসব গুণ ও বৈশিষ্ট্যকে আমি ইতিবাচক বা প্রয়োজনীয় মনে করি, তা সবুজ রঙের পাতায় লিখি। আর যে বৈশিষ্ট্যগুলো উপকারী বা প্রয়োজনীয় মনে করি না, তা হলুদ রঙের পাতায় লিখি। –

 

 

গুণ/বৈশিষ্ট্যের তালিকা

বন্ধুত্বপরায়ণ, অহংকারী, সাহসী, নিষ্ঠাবান, হিংসা করা, হাসি-খুশি, সৎ, অতিরিক্ত মেজাজ দেখানো, দয়ালু, সত্যবাদী, ভদ্র, বিরক্তিকর, চিন্তাশীল, অন্যকে ছোট করে দেখা, মিথ্যা বলা, পরিচ্ছন্ন থাকা, মিতব্যয়ী, সকলের প্রতি যত্নশীল, নিষ্ঠুর, বিশ্বস্ত, লোভী, আশাবাদী, জেদ করা, যৌক্তিক।

 

আরও দেখুনঃ

Exit mobile version