Site icon Health Gurukul [ স্বাস্থ্য গুরুকুল ] GOLN

আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব

আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব

আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব

আজকে আমরা আলোচনা করবো আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব – যা সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর একটি অংশ | এই পাঠটি বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর ৬ষ্ট শ্রেণীর পাঠ্যক্রমের “স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ের একটি পাঠ।

আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব

 

 

শ্রেণিকক্ষে স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করার পরে বেশ কয়েকটি সেশনে শিক্ষক সেটি নিয়ে আমাদের সকলের সঙ্গে আলোচনা করেছেন। নিজেদের কাজগুলোর প্রভাব নিয়ে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে আলোচনা ও উপস্থাপন করেছি। এখন আবার পূর্বের পৃষ্ঠার দিনলিপির ছকে ফিরে যাই।

 

 

দিনলিপিতে যে কাজগুলো লিখেছি, সেগুলোর প্রভাব ও তার কারণ সম্পর্কে আমরা কী মনে করি, সেগুলো নিচের ছকে লিপিবদ্ধ করি। নিচের ছকে তিনটি কলাম রয়েছে। বাম দিকের কলামে আমার দৈনন্দিন কাজগুলো লিপিবদ্ধ করব। মাঝের কলামে এই কাজগুলো স্বাস্থ্যের জন্য ভালো হলে ও চিহ্ন এবং খারাপ হলে : এগুলোকে কেন ইতিবাচক বা নেতিবাচক মনে করছি তা লিখব। ” চিহ্ন এঁকে মতামত দেব। শেষের কলামে এগুলোকে কেন ইতিবাচক বা নেতিবাচক মনে করছি তা লিখব |

 

 

আমার দৈনন্দিন কাজ আমার স্বাস্থ্যে এর প্রভাব ভালো ও বাং খারাপ কেন ভালো বা খারাপ মনে করছি

 

স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এই বইটি আকর্ষণ ীয় ও সহজবোধ্যভাবে লেখা হয়েছে। এই বইয়ে অনেক তথ্য না দিয়ে বরং অল্প পরিমাণে শুধু গুরুত্বপূর্ণ তথ্যগু র্ণ লোই দেওয়া হয়েছে। এখানে আমরা শুধু তথ্য পড়ব না, বা মুখস্থও করব না। এখানে অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রাখা হয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রেণিতে মজার মজার কাজ করব।

আরও দেখুনঃ

Exit mobile version