মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়

আজকে আমরা আলোচনা করবো মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায় – যা সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর অন্তর্ভুক্ত |

মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়

 

মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়
মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়

 

আনন্দ, রাগ, দুঃখ এবং ভয় এই চারটি আমাদের মূল অনুভূতি।

  • আমাদের যে অনুভূতিগুলোতে আমরা ভালো বোধ করি, খুশি হই, তৃপ্তি পাই, আনন্দিত হই তাকে মনোযোগ দিয়ে গ্রহণ করব। নিজের মধ্যে অনুভব করব এবং তা থেকে শক্তি নেব।
  • আনন্দ, রাগ, দুঃখ কিংবা ভয় অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করব। কোনো অনুভূতির জন্য নিজেকে দোষারোপ করব না। ছোট মনে করব না। এই অনুভূতি প্রকাশ করতে আমি যে-ই আচরণ করছি, সেটি আমার বা অন্যের ক্ষতি করতে পারে কি না তা ভাবব। সে ক্ষেত্রে অনুভূতি প্রকাশ করতে অন্য কোনো ইতিবাচক আচরণ বেছে নেব। যেমন- কারও ওপর রাগ হলে তার সঙ্গে চিৎকার না করে, কেন রাগ করেছি বুঝিয়ে বলতে পারি। তার কাছে কী চাই তা স্পষ্ট করে জানাতে পারি। আজ থেকে আমাদের স্লোগান হলো:

 

মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়
মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়

 

মন দর্শনশাস্ত্রের একটি অন্যতম কেন্দ্রীয় ধারণা। মন বলতে সাধারণভাবে বোঝায় যে, বুদ্ধি এবং বিবেকবোধের এক সমষ্টিগত রূপ যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। মন কি এবং কীভাবে কাজ করে সে সম্পর্কে অনেক রকম তত্ত্ব প্রচলিত আছে। এসব তত্ত্ব নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে মূলতঃ প্লেটো, অ্যারিস্টটল এবং অন্যান্য প্রাচীন গ্রীক দার্শনিকদের সময়কাল থেকে।

 

মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়
মনের যত্নে নিজের অনুভুতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায়

আরও দেখুনঃ

Leave a Comment