ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

আজকে আমরা আলোচনা করবো ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা – যা সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর একটি অংশ |

ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

 

ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

 

সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কতকগুলো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা দরকার। এগুলো হলো:

  • প্রতিদিন অবশ্যই সকালের খাবারসহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া
  • খাওয়ার আগে হাত ধোয়া বাইরের খোলা ও কৃত্রিম রং যুক্ত খাবার না খাওয়া
  • দিনে কমপক্ষে ৭-৮ গ্লাস বিশুদ্ধ পানি পান করা
  • শরীরের বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া
  • প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে দাঁত পরিষ্কার করা
  • নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা
  • পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া
  • বেশি রাত না জাগা এবং ভোরে ঘুম থেকে ওঠা

 

ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

 

স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়টি এবার নতুন বিষয় হিসেবে ষষ্ঠ শ্রেণিতে আমরা পড়ব। আমরা কীভাবে ভালো থাকতে পারি, সেই বিষয়গুলো এখানে মজার মজার কাজের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। শরীরের যত্নের পাশাপাশি মনের যত্ন ও আমাদের সামাজিক সম্পর্কগুম্পর্ক লোর যত্ন কীভাবে নেব সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার উপায়গুলো শুধু জানা নয়, বরং আমাদের নিজের জীবনে সেগুলো চর্চা র ওপ র্চা রেও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

 

স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এই বইটি আকর্ষণ ীয় ও সহজবোধ্যভাবে লেখা হয়েছে। এই বইয়ে অনেক তথ্য না দিয়ে বরং অল্প পরিমাণে শুধু গুরুত্বপূর্ণ তথ্যগু র্ণ লোই দেওয়া হয়েছে। এখানে আমরা শুধু তথ্য পড়ব না, বা মুখস্থও করব না। এখানে অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রাখা হয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment