আমার গুণ/সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা

আজকে আমরা আলোচনা করবো আমার গুণ/সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা – যা চলো নিজেকে আবিষ্কার করি এর অন্তর্ভুক্ত |

আমার গুণ/সুপার-পাওয়ার কাজে লাগানোর চর্চা

 

আমার গুণ/সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা

 

আমাদের গুণ বা সুপার-পাওয়ার কীভাবে কাজে লাগাব তার পরিকল্পনা খুব সুন্দর ভাবে করলাম। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারব। নিচের ছকের মতো করে আমার ডায়েরি বা জার্নালে সামনের দুই সপ্তাহ কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলোর চর্চা করছি, সেটা লিখব এবং শিক্ষককে দেখাব।

 

সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা

 

এই অধ্যায়ের সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এই গুণ/সুপার-পাওয়ারগুলো শুধু এই সময়ের জন্য নয়। এগুলো আমরা সব সময় ব্যবহার করব।

আমার অগ্রগতি, আমার অর্জন

নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন। উৎসাহ দেবেন। কীভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিখন কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে স্টার (তারকা চিহ্ন) দিয়ে মূল্যায়ন করবেন।

ছক ১: আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ

 

সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা

 

আরও দেখুনঃ

Leave a Comment