চিকিৎসা নিতে যারা বিদেশ যায়, অকারণেই যায়: স্বাস্থ্যমন্ত্রী -খবর দিয়ে শুরু করছি স্বাস্থ্য গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
চিকিৎসা নিতে যারা বিদেশ যায়, অকারণেই যায়: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে অনেক ‘উন্নত হওয়ার’ পরও অনেকে অকারণে বিদেশ যায় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড মহামারীর সময় বিদেশযাত্রা বন্ধ থাকার সময় তারা কীভাবে দেশে চিকিৎসা করেছেন, সেই প্রশ্নও রেখেছেন তিনি। মন্ত্রী এও মনে করেন, দেশে ‘আমেরিকার মতো’ সুযোগ-সুবিধা নিশ্চিত হলেও বছরে কয়েক লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাবেই। বুধবার ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু ম্যুরাল, ইমার্জেন্সি কমপ্লেক্স ও আইসিইউ ইউনিট উদ্বোধনে এসে এই প্রতিক্রিয়া জানান তিনি।
প্লাস্টিকের মোড়ক ও বোতল থেকে বিপিএ যাচ্ছে শরীরে, বাড়াচ্ছে ঝুঁকি
খাদ্যপণ্যের প্লাস্টিক কনটেইনার বা বোতল ও মোড়ক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ‘বিসফেনল এ’ বা বিপিএ খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করে সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ ঘটাচ্ছে বলে সতর্ক করেছে ইউরোপীয় খাদ্য সংস্থা-ইএফএ। ইএফএ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইউরোপিয়ান ফুড সেইফটি অ্যাসোসিয়েশনের (ইএফএসএ) বিশেষজ্ঞরা বলছেন, বিপিএ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাদের এই পর্যবেক্ষণের ভিত্তিতে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় দেশগুলো এখন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পথ খুঁজবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিবায়োগ্রামের সূচনা
জীবাণুর সংক্রমণে রোগীর সুস্থতার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক অ্যান্টিবায়োটিক। তবে দিন দিন অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। ফলে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো কার্যকারিতা হারাচ্ছে। এটা স্বাস্থ্য খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শরীরের কোন অঙ্গে কোন জীবাণুর জন্য কোন কোন অ্যান্টিবায়োটিক কার্যকর, আর কোনগুলোর বিরুদ্ধে জীবাণুগুলো প্রতিরোধী হয়ে পড়ছে, সেই ধারা জানা থাকলে চিকিৎসকেরা যেকোনো রোগীর ক্ষেত্রে ওই ধারা অনুসরণ করে প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করতে পারেন। এই নির্দিষ্ট ধারাকে সহজ ও কার্যকরভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন অ্যান্টিবায়োগ্রাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
৫ মে ছিল ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে। এই দিবস উপলক্ষে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কমিটি র্যালি করেছে। হাত পরিষ্কার রাখার মাধ্যমে রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করা হয়। এ সময় আইপিসি কমিটির উদ্যোগে ঢামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ও আইপিসি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক।
টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাগরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পে আট শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস ও কিডনির পরীক্ষা, ব্লাডপ্রেশার পরীক্ষা এবং ওষুধসেবা বিনা মূল্যে প্রদান করা হয়।
আরোও পড়ূনঃ