ধূমপানে এগিয়ে চলছে বাংলাদেশের খবর দিয়ে শুরু করছি স্বাস্থ্য গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
ধূমপানে এগিয়ে চলছে বাংলাদেশ | সারা সপ্তাহের খবর
ধূমপানে এগিয়ে চলছে বাংলাদেশ
খারাপ সবকিছুতেই এগিয়ে আছে বাংলাদেশ। টাড় মধ্যে অন্যতম ধূমপান, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের ডেটা অনুযায়ী, বাংলাদেশে ১৫ বছরের ওপরে ধূমপায়ীর সংখ্যা শতকরা ৩৯ দশমিক ১, যা ২০১৯ সালেও ছিল ৩৫ শতাংশ। এখন ছেলেদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা ৬০ দশমিক ৬ শতাংশ এবং মেয়েদের মধ্যে এ সংখ্যা ১৭ দশমিক ৭ শতাংশ। মেয়েদের সংখ্যা ২০১৯ সালে ছিল ৭ শতাংশের মতো। ধূমপানে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম।
৪ জনের করোনা শনাক্ত, সবাই ঢাকার
শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁরা সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৯ জনের থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ২৬। এ সময় সুস্থ হয়েছেন ৯ জন করোনা রোগী।
শুধু ভবন হয়েছে, নেই চিকিৎসা
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দিতে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় নির্মাণ করা হয়েছিল ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। ব্যয় হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২২ সালের নভেম্বরে ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন। অবশ্য শুধু উদ্বোধনই হয়েছে, ট্রমা সেন্টার আর চালু হয়নি।
‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালন
মুখের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালন করেছে ‘পেপসোডেন্ট’ ও ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। ২০ মার্চ ছিল ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডেন্টিস্টদের সঙ্গে নিয়ে দিনব্যাপী দিবসটি উদ্যাপন করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী একটি ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ছত্রাকটির নাম ‘ক্যানডিডা অরিস’। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ছত্রাকটির সংক্রমণ ছড়ানোর হার উদ্বেগজনক। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এই ছত্রাকে সংক্রমিত হন ৭৫৬ জন। এ বছর ছত্রাকে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭১ জন। চিকিৎসকেরা বলছেন, সুস্থ কারও ক্যানডিডা অরিসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম।
শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে হার্ট ফেইলিওর ক্লিনিক চালু
শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে হার্ট ফেইলিওর ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। এই ক্লিনিক প্রাথমিকভাবে হার্ট ফেইলিওর রোগীদের অবস্থা, তীব্রতা, চিকিৎসার অগ্রগতি ও জীবনযাত্রার মান মূল্যায়ন করার ওপর গুরুত্ব দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মারবার্গ ভাইরাস আক্রান্তদের অর্ধেকই মারা যাচ্ছে
আফ্রিকার দেশ তানজানিয়ায় মারবার্গ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটি ইবোলার সমগোত্রীয়, যার লক্ষণগুলো হলো জ্বর, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি এবং কখনও কখনও চরম রক্তক্ষরণ। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলায় যক্ষ্মা রোগী শনাক্ত কমেছে ২৩%
চট্টগ্রাম জেলায় গত এক বছরে যক্ষ্মার শনাক্ত রোগীর সংখ্যা প্রায় পাঁচ হাজার কমেছে; কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে কার্যক্রমে গতিশীলতার কারণে এই সাফল্য এসেছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার নগরীর আন্দরকিল্লায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য দেন।
আরও দেখুনঃ