আজকে আমরা আলোচনা করবো প্রিয় বন্ধু হতে কী করব? – যা চলো বন্ধু হই এর অন্তর্ভুক্ত |
প্রিয় বন্ধু হতে কী করব?
প্রিয়-বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী আমার কাজের একটি পরিকল্পনা তৈরি করব। এই পরিকল্পনাটি তৈরি করতে এবার আমরা আর একবার দেখে নেই কী কী কাজ করলে আমি প্রিয়-বন্ধু হতে পারব।
প্রিয় বন্ধু হতে সহমর্মী আচরণ
- অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা।
- ভালো কাজের জন্য প্রশংসা করা, উৎসাহ দেওয়া।
- তার অনুভূতি ও পরিস্থিতি বুঝার চেষ্টা করা। আমি তাকে ঠিকভাবে বুঝেছি কি না প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া ।
- তার যে কোনো অনুভূতিকে সম্মান করা। দোষারোপ না করা।
- কোনো ভুল কাজ করে ফেললেও তার জন্য দোষ না দেওয়া। তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা। পরে বুঝিয়ে বলা।
- তার সুখ-দুঃখ, আনন্দ-কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা।
- তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাওয়া। তবে বলতে না চাইলে জোর না করা।
- সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকা।
- তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকা।
- নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া।
আমি যে সহপাঠীর প্রিয় বন্ধু হতে চাই ফাঁকা ঘরটিতে তার ছবি আঁকি। ছবির পাশে সংক্ষেপে তার পরিচয় ও আমি কেন তার প্রিয়-বন্ধু হতে চাই তা লিখি। তবে তার আগে সে আমার প্রিয় বন্ধু হতে চায় কি না জেনে নেই। সে রাজি না হলে এমন কাউকে বেছে নেই যে আমার বন্ধু হতে চায়।
আমি কার প্রিয় বন্ধু হব সিদ্ধান্ত নিয়েছি। কেন তারই বন্ধু হব তাও বের করেছি। এবার আমার পরিকল্পনা করার পালা। কী কী কাজ করব বন্ধুত্বের জন্য প্রথমে তা নিচের প্রথম বক্সে লিখব। তারপর যখন বন্ধু হয়ে যাব তখন ২ নম্বর বক্সে বন্ধুকে নিয়ে বন্ধুমেলায় কী করব তা পরিকল্পনা করব। সবশেষে বন্ধুত্ব আরও দৃঢ় করতে কী করতে চাই তা ৩ নম্বর বক্সে লিখব।
আরও দেখুনঃ