আজকে আমরা আলোচনা করবো শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য – যা চলো নিজেকে আবিষ্কার করি এর অন্তর্ভুক্ত |
শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য
মানুষের শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে নিচে কিছু শব্দ দেওয়া আছে। আমরা নিজের বুদ্ধি, চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে যেটা প্রযোজ্য সেটা লিখে ফেলি ওপরের ছক দুইটিতে আমরা শারীরিক ও মানসিক-গুণ ও বৈশিষ্ট্য নিয়ে লিখলাম। শারীরিক ও মানসিক-গুণ ও বৈশিষ্ট্য দুটোরই গুরুত্ব আছে।
কিন্তু আমরা কি বুঝতে পারছি কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ? মানুষের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া দরকার বলে আমরা মনে করি? তার শারীরিক বৈশিষ্ট্যকে নাকি তার মানসিক বৈশিষ্ট্যকে? শ্রেণিতে আমার পাশে বসা বন্ধুর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এ আলোচনার মধ্য দিয়ে আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারব।
উদার – আকৃতি – বলিষ্ঠ – জেদি – চেহারার গড়ন – আন্তরিক – উচ্চতা – লাজুক – চিন্তাশীল – দয়ালু গায়ের রং – স্বার্থপর – পরোপকারী
ওপরের ছক দুইটিতে আমরা শারীরিক ও মানসিক-গুণ ও বৈশিষ্ট্য নিয়ে লিখলাম। শারীরিক ও মানসিক-গুণ ও বৈশিষ্ট্য দুটোরই গুরুত্ব আছে। কিন্তু আমরা কি বুঝতে পারছি কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ? মানুষের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া দরকার বলে আমরা মনে করি? তার শারীরিক বৈশিষ্ট্যকে নাকি তার মানসিক বৈশিষ্ট্যকে? শ্রেণিতে আমার পাশে বসা বন্ধুর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এ আলোচনার মধ্য দিয়ে আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারব।
আরও দেখুনঃ